About Us

রাজশাহী জেলার অর্ন্তগত পুঠিয়া উপজেলাধীন বাংলাদেশের বিখ্যাত আমের হাট খ্যাত বানেশ্বর ট্রাফিক মোড়ে অবস্থিত বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়টি উপজেলার অতি প্রাচীন ও ঐতিহ্যবাহী একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছিল ১৯০৫ খ্রিস্টাব্দে। এলাকার কিছু সম্মানিত ধর্মপ্রাণ শিক্ষানুরাগী ব্যক্তির ঐকান্তিক প্রচেষ্টার ফলে ১৯০৫ খ্রিস্টাব্দে এলাকার কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে একটি মক্তব স্থাপন করা হয়েছিল ; যা ১৯২৬ খ্রিস্টাব্দে বানেশ্বর এন এন জুনিয়র মাদরাসা হিসেবে রুপান্তরিত লাভ করে।অতঃপর ১৯৪২ খ্রিস্টাব্দে সিনিয়র মাদরাসার মর্যাদা লাভ করে। পরবর্তীতে ১৯৫৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠানটি বানেশ্বর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় নামে রুপান্তরিত হয়।